[email protected] রবিবার, ১০ই নভেম্বর ২০২৪, ২৬শে কার্তিক ১৪৩১

রোববার ভোরে মাঠে নামবেন মেসি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৩, ২০:৩৭

ফাইল ছবি

আজ ভোর রাতে মাঠে নামছে মেজর সকার লিগের ইন্টার মায়ামি। এবারের লিগে মায়ামির শেষ ম্যাচ এটি। এ ম্যাচে দেখা যেতে পারে দলের অন্যতম তারকা লিওনেল মেসিকে। দলটির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস এ তথ্য জানিয়েছেন।

ইনজুরির কারণে মায়ামির বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি মেসি। জাতীয় দলেও অনিয়মিত ছিলেন। সর্বশেষ পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ছয় সপ্তার মধ্যে এ ম্যাচেই তিনি প্রথমবারের মতো পুরো সময় মাঠে থাকেন। মাঠে প্রাণবন্তও ছিলেন। করেছেন জোড়া গোল। সে সুবাদে আর্জেন্টিনা ২-০ গোলে জয় পায়। একই সঙ্গে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে আর্জেন্টিনা।

মায়ামির হয়ে শেষ ম্যাচে খেলার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি। শুক্রবার অনুশীলনও করেছেন। মেসির খেলা সম্পর্কে সহকারী কোচ মোরালেস বলেন, সে আমাদের সঙ্গে সফরে যাবে। কতটা সময় সে খেলবে ম্যাচের আগে আমরা তা নির্ধারণ করবো।

মোরালেস আরো বলেন, মেসি দলে থাকলেও অন্য সময়ের থেকে খেলোয়াড়রা প্রাণবন্ত থাকে। তাকে আমাদের দলে পাওয়া দারুণ ব্যাপার। সে ইনজুরি মুক্ত হয়ে ফিরছে এটাতেই আমরা খুশি। আগামীকাল আমরা তাকে মাঠে দেখতে পাবো।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর