[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

‘চুরি’ করে দুঃখপ্রকাশ কোহলির!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২০ অক্টোবার ২০২৩, ২১:০১

ফাইল ছবি

ঘরের মাঠের বিশ্বকাপে রীতিমতো উড়ছে ভারত। বিশ্বমঞ্চে চারে চার জয় তুলে নিয়ে শেষ চারের দৌড়ে একধাপ এগিয়ে গেছে রোহিত শর্মার দল। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য ৫১ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জিতেছে তারা।

এদিন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। তার এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই জয়োৎসবে মেতে ওঠে ভারতীয়রা। একপেশে ম্যাচে দর্শকদের বাড়তি আনন্দের খোরাক জুগিয়েছে কোহলির এ সেঞ্চুরি।

কেননা, দলের রান এবং তার সেঞ্চুরি পেতে যখন ১৯ রান দরকার ছিল, তখন আর কোনো সিঙ্গেল রান নেননি তিনি। ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেন কোহলি। এ সময়ে প্রায় শেষ বলে রান নিয়েও আবার স্ট্রাইক ধরে রাখেন। বারবার সিঙ্গেলের সুযোগ পাওয়া সত্ত্বেও স্ট্রাইক ছাড়েননি তিনি। জয় নিয়ে মাঠে ছাড়ার আগে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ১০৩ রানে।

এদিন ম্যাচ শেষে কোহলির দাবি, জাদেজারই পুরস্কার প্রাপ্য ছিল। কেননা, ম্যাচের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ দুটি উইকেটের পাশাপাশি দুটি ক্যাচ নিয়েছেন জাদেজা। এর মধ্যে একটি ক্যাচ ছিল চমক জাগানো।

ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় কোহলির ভাষ্য, ম্যাচসেরার পুরস্কার চুরি করার জন্য দুঃখিত জাড্ডু (জাদেজা)। আমি চেয়েছিলাম বড় রান করতে।

এ ব্যাটার আরও যোগ করেন, এই বিশ্বকাপে অর্ধশতক পেয়েছি। কিন্তু আমি চেয়েছিলাম ম্যাচটা শেষ করে আসতে। সেই লক্ষ্য নিয়েই খেলছিলাম। শুভমানকে বলেছিলাম শুরুটা ভালো হয়েছে। এমন শুরু হলে মনে হয় স্বপ্ন দেখছি।

এর আগে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন কোহলি। ব্যক্তিগত ৮৫ রানে আউট হন তিনি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর