[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

২০২৮ ইউরোতেও খেলতে চান কেইন

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১২ অক্টোবার ২০২৩, ২২:৩৮

ফাইল ছবি

ফুটবলারদের বয়সের কাঁটা ত্রিশের ঘরে এলেই শুনতে হয় অবসরের প্রশ্ন। তবে এসব নিয়ে একদমই ভাবতে চান না ইংল্যান্ড তারকা হ্যারি কেইন। ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর তো বটেই, পরবর্তী আসরেও বল পায়ে মাঠে দাপিয়ে বেড়াতে চান ৩০ বছর বয়সী কেইন।

২০২৮ সালের ইউরোর আয়োজক হিসেবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের নাম ঘোষণা করে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। স্বাগতিক দেশ হিসেবে ইংল্যান্ডের নাম শোনার পরই কেইন নিজের লক্ষ্যের কথা জানান। তার ইচ্ছা, ঘরের মাঠে ইউরোপ সেরার মুকুট জয়।

কেইন বলেন, ‘ক্রীড়াঙ্গনে বা ফুটবলে একটা প্রচলিত ধারণা হচ্ছে যখন আপনার বয়স ৩০ হবে, লোকে আপনার শেষটা ভাবতে শুরু করবে। কিন্তু আমি যে দৃষ্টিতে এই বিষয়গুলো দেখি সে হিসেবে আমার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধের প্রায় সবটুকু এখনো বাকি আছে।’


এই বয়সেও খেলা চালিয়ে যাওয়ার উদাহরণ হিসেবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণ টেনেছেন কেইন, ‘আপনি শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের দেখেন। রোনালদো, মেসি, লেভানডোভস্কি, ইব্রাহিমোভিচ তিরিশ ছুঁয়েই আরও ভালো পারফর্ম করেছে।’

বায়ার্ন মিউনিখের এই তারকা আরো বলেন, ‘এই বয়সে সম্ভবত ব্যক্তিগত জীবন, পরিবার, সন্তান নিয়ে জীবনে সবাই একটা স্থিতিশীল অবস্থায় আসে। জীবনের এই পর্যায়ে, শারীরিক ও মানসিকভাবে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন; আর এটাই আপনাকে ফুটবলে আরও মনোনিবেশ করতে দিবে।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর