[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

প্রত্যাবর্তনের ম্যাচে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত উইলিয়ামসন

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১২ অক্টোবার ২০২৩, ২২:২৩

ফাইল ছবি

আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড। বিশ্বকাপে নিজের প্রত্যাবর্তনের ম্যাচে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিউই অধিনায়ক। হাঁটুর ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। অবশ্য তাকে ছাড়া দুটি ম্যাচেই কর্তৃত্ব দেখিয়ে জিতেছে নিউ জিল্যান্ড। অবশেষে বাংলাদেশ ম্যাচ দিয়ে ফিরছেন বাঁ হাতি এই ব্যাটার।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইলিয়ামসন নিজের ফেরা নিয়ে রোমাঞ্চিত থাকার কথা জানিয়ে বলেন, ‘আমার পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম দেখে রোমাঞ্চিত ছিলাম। এখন এখানে বসে আছি। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ সব সময়ই চ্যালেঞ্জের। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

প্রথম দুটি ম্যাচ জিতে এবং শক্তির বিচারে বাংলাদেশ থেকে এগিয়ে আছে নিউ জিল্যান্ড। অন্যদিকে আফগানদের বিপক্ষে দারুণ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল সাকিব আল হাসানের দল। কিউই ম্যাচ লাল-সবুজের দলের জন্য অন্যতম চ্যালেঞ্জ। উইলিয়ামসন অবশ্য বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না। চেন্নাইয়ের মন্থর উইকেটে কিভাবে সাকিব-মিরাজদের সামাল দেবেন তার ভাবনায় এখন শুধু এটি।

‘আমাদের যে আগামীকাল বড় চ্যালেঞ্জের (বাংলাদেশের স্পিনারদের কারণে) সম্মুখীন হতে হবে এ সম্পর্কে অবগত আছি। আইসিসির টুর্নামেন্টে সব দলই সমান, যে কেউ যে কাওকে হারিয়ে দিতে পারে।’

‘এখানে আপনাকে একেক ভেন্যুতে খেলতে হয়, প্রতিনিয়ত কন্ডিশন পরিবর্তন হয়, ভিন্ন কন্ডিশনে ভিন্ন চ্যালেঞ্জ থাকে। এটা একটা বড় ভূমিকা রাখে। আমরা সবাই জানি চেন্নাইয়ে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। আমি জানি দুই দলেই বেশ ভালো মানের কয়েকজন স্পিনার আছেন, যারা আগামীকালের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কিন্তু আমাদের একটাই কাজ থাকবে পরিকল্পনা অনুযায়ী খেলা, নিজেদের সেরাটা দিয়ে খেলা’ -আরও যোগ করেন উইলিয়ামসন।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর