[email protected] রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

সাকিব-লিটনদের আইসিসির শাস্তি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১১ অক্টোবার ২০২৩, ০৯:৩৫

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের হতাশা তো সঙ্গী ছিলই বাংলাদেশের। এবার সঙ্গে যোগ হলো শাস্তিও। মন্থর ওভার রেটের কারণে সাকিব আল হাসানদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি মঙ্গলবার ম্যাচ শেষে বিবৃতিতে বাংলাদেশের শাস্তির বিষয়টি জানায়। ধর্মশালায় এদিন ইংলিশদের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বাংলাদেশ।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারে বাংলাদেশ। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর