[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ফিরবেন উইলিয়ামসন!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ২২:৩৬

ফাইল ছবি

মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ল নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসনের। নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলা হচ্ছে না কিউই এই অধিনায়কের। তবে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাকে পাওয়ার প্রত্যাশা করছে ব্ল্যাক-ক্যাপসরা।

ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে উইলিয়ামসনকে ছাড়াই দাপুটে শুরু করেছে বর্তমান রানার্স-আপরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা।

সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদে কিউইদের পরের ম্যাচের প্রতিপক্ষ ডাচরা। আর আগামী ১৩ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশকে মোকাবিলা করবে কিউইরা।

রোববার ডাচদের বিপক্ষে ম্যাচের আগে উইলিয়ামসনকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। তার ভাষ্য, কেইন খুব ভালো মতো উন্নতি করছে। আমি মনে করি, ফিল্ডিং হলো এমন একটি দিক যেখানে তাকে আরও একটু উন্নতি করতে হবে। তার নিজের শরীরের ওপর আরও বেশি আস্থা ফিরে পেতে হবে। তবে সে সত্যিই ভালো উন্নতি করছে।

তিনি আরও যোগ করেন, আমরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ম্যাচে সে আমাদের হয়ে খেলবে। খেলোয়াড়দের যাচাই করে নিতে আজ (রোববার) আরেকটি অনুশীলন সেশন পেয়েছি আমরা। অনুশীলন শেষ করে আমরা (নেদারল্যান্ডসের বিপক্ষে) একাদশ চূড়ান্ত করব। তবে এই মুহূর্তে কেইনকে নিয়ে আমাদের ভাবনা হচ্ছে যে তৃতীয় ম্যাচ থেকে সে টুর্নামেন্ট শুরু করবে।

এর আগে, আইপিএল খেলতে গিয়ে চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন কেইন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় করাতে হয়েছে অস্ত্রোপচারও। তবে সেই চোট কাটিয়ে বিশ্বকাপ দিয়ে আবারও মাঠে ফিরছেন কিউই এই অধিনায়ক। উইলিয়ামসনের অনুপস্থিতিতে ব্ল্যাক-ক্যাপসদের নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম।

এদিকে ডাচদের বিপক্ষে নামার আগে সুখবর পেয়েছে কিউইরা। চোট থেকে সেরে উঠে পুরো ফিট হওয়ার পথে আছেন কিউইদের দুই পেসার লোকি ফার্গুসন ও টিম সাউদি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর