[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

তিন সেঞ্চুরিতে বিশ্বকাপের রেকর্ড সংগ্রহ প্রোটিয়াদের

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৩, ২১:০০

ছবি: সংগৃহীত

দিল্লিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে বল করতে নেমে শুরু পেলেও সেটা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। সময়ের সঙ্গে জুটি গড়ে ভয়ঙ্কর হতে থাকে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেন।

দ্বিতীয় উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ২০৪ রান। দু’জনেই সেঞ্চুরি হাঁকান। ডি কক ১০০ ও ডুসেন ১০৮। এই দুই ব্যাটারের পর এইডেন মার্করাম এসে ৪৯ বলে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে দলকে নিয়ে যান রান পাহাড়ের চূড়ায়। নির্ধারিত ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ৪২৮ রান। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ দলীয় স্কোর।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট হারায় প্রোটিয়ারা। অবশ্য দলকে চাপে পড়তে দেননি ডি কক ও ডুসেন। দু’জনেই তুলে নেন চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। ডি কক ঠিক ৮৪ বলে ১০০ রান করে সাজঘরে ফিরেন। এরপর মার্করামকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি আদায় করে ডুসেন ফিরেন ১০৮ রান করে। ততক্ষণে বড় রানের ভিত ও ভয়ডরহীন ক্রিকেটের লাইসেন্স পেয়ে গেছে মার্করাম ও বাকি ব্যাটাররা।

লঙ্কান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান দু’জনে। ক্লাসেন ২০ বলে ৩২ রানে ফিরলেও ৪৯ বলে ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি তুলে মার্করাম আউট হন ১০৬ রানে। ৫৪ বলে খেলা তার এই ইনিংসটি সাজানো ছিল ৩টি ছয় ও ১৪টি চারে।

শেষ দিকে ডেভিড মিলার এসেও একই কাজ করেন। লঙ্কানদের ওপর তাণ্ডব চালিয়ে দলকে নিয়ে যান রান পাহাড়ের চূড়ায়। তার ২১ বলে ৩৯ রানের ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড ৪২৮ রান। এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার করা ৪১৭ রান ছিল বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর