[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

হাথুরুর প্রথম লক্ষ্য সেমিফাইনাল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবার ২০২৩, ২০:০৩

ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ দল। ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টায়।

তার আগে সংবাদ সম্মেলনে এসে ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা বলেছেন আফগানিস্তান ম্যাচ নিয়ে। সেই সঙ্গে জানিয়েছেন বিশ্বকাপ ভাবনা নিয়েও।

আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং কাকে দেখা যাবে; এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমাদের বেশ কয়েকটি অপশন আছে। আগামীকাল সকালে এটি নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা ভালো অবস্থায় থাকব। আপনি কাল দেখতে পারবেন কোন দুজন এক সাথে ব্যাটিংয়ে নামে। আমরা আগে ব্যাটিং করি কিংবা পরে।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে হাথুরু বলেন, ‘আমরা সবাই আসলে বিশ্বকাপ জিততে চাই। আপনি আমার কাছে জানতে চেয়েছেন বাস্তবিক অর্থে সম্ভাবনা কতটা।

আমরা যদি ৪-৫ টা ম্যাচ জিতি তাহলে আমরা নিজেদের এমন অবস্থায় রাখতে পারব যে আমাদের সেমিফাইনাল বা নক আউট স্টেজে খেলার থাকবে সুযোগ আছে। এটা আমাদের প্রথম চাওয়া। এটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথম চাওয়া হচ্ছে সেমিফাইনালে যাওয়া।’

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর