infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

ফাইনালের পথে বাংলাদেশের বাঁধা ভারত!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৩, ২১:১৬

ফাইল ছবি

১৯তম এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে প্রথম সেমিফাইনাল। ঝেইঝ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে।

আইসিসির পূর্ণ সদস্য ভুক্ত দেশ হওয়ায় এবারের এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল গ্রুপপর্ব থেকে উঠে আসা মালয়েশিয়া। ওই ম্যাচে বাংলাদেশকে অবশ্য বেশ ধুকতে হয়েছে। ২০ ওভারের ম্যাচে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১১৬ রান জমা করে সাইফ হাসানের দল। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। ম্যাচ হারে ২ রানে।

অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে ২০২ রানের পাহাড়সম টার্গেট ছুড়ার পর জয় পায় ২৩ রানে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটও তারাই। তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না বাংলাদেশ কোচ ডেভিড হেম্প। আগের ম্যাচের ভুল শুধরে সেমিতে ভারতকে হারাতে আশাবাদী দলের হেম্প। আর ওপেনার মাহমুদুল হাসান জয় মনে করেন প্রথম ম্যাচে ভুলগুলো শুধরে সেমিতে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে দল।


উল্লেখ্য, ২০১০ গুয়াংজু এশিয়াডে বাংলাদেশ স্বর্ণ আর ২০১৪ ইনচন আসরে ব্রোঞ্জ জিতেছিল ক্রিকেট দল।

 

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর