[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

থাকছেননা রিয়াদ, বিসিবি বসের ইঙ্গিত

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৩, ০০:৪৩

মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি।

সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে জানিয়ে দিয়েছেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের (প্রাথমিক) দল ঘোষণা হবে শনিবার। এশিয়া কাপে দলে জায়গা পেতে পারেন ১৭ জন। 

ওই দলে মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন কিনা এমন প্রশ্নে ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছেন বিসিবি বস পাপন। তবে কথার অর্থ ভাঙলে পরিষ্কার অর্থ দাঁড়ায় যে, এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের পরিকল্পনায় নেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা দেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার রিয়াদ। 

৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, ‘দলে চার, পাঁচজন পেসার থাকবে, তিনজন স্পিনার থাকবে। লিটনের সঙ্গে এক-দুইজন ওপেনার থাকবে। এর সঙ্গে শান্ত আছে, মুশফিক-হৃদয় আছে। এদের বাদ দিয়ে নেব? আমি অপশন দেখি না। খামাখা মন খারাপ হবে।’ 

এডিশনাল প্লেয়ার হিসেবে অবশ্য রিয়াদের দলে জায়গা পাওয়ার সুযোগ দেখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এডিশনাল প্লেয়ার হিসেবে আফিফ, মোসাদ্দেক, রিয়াদ ও শামীম পাটোয়ারিরা আছেন বলে উল্লেখ করেছেন তিনি। কিন্তু রিয়াদের মতো অভিজ্ঞ একজনকে তো দলে নিয়ে বসিয়ে রাখা যাবে না। সে কথাও বলেছেন পাপন। 

তিনি বলেন, ‘মেইন স্কোয়াডে না নিলে একরকম সিদ্ধান্ত। যে- নিয়ে যাব খেলাবো না। কিন্তু কিছু প্লেয়ার আছে যাদের মেইন স্কোয়াডে নিলে খেলাতে হবে। তাহলে বাদটা দিবে কাকে। সিদ্ধান্তটা অত সহজ না। আমি আপনাদের একটা বিষয় বলি, আমি মনে করি যে দল যাবে (এশিয়া কাপ ও বিশ্বকাপে) তারা ভালো খেলবে।’ সমকাল

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর