[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

আল হিলালে নেইমারের প্রথম গোল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৩, ২০:২৪

ছবি: সংগৃহীত

আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই যেন নেইমার বাজে সময় পার করছিলেন। শুরুতে চোটে পড়েছিলেন। সে চোট কাটিয়ে ফিরলেন যখন, গোল করা ভুলেই গেলেন যেন। সবশেষ ম্যাচে তো পেনাল্টিও মিস করে বসেছিলেন। ৪ ম্যাচ হয়ে গিয়েছিল, কিন্তু গোলের দেখা পাচ্ছিলেনই না তিনি।

সে খরা অবশেষে কাটল। আল হিলালের হয়ে পঞ্চম ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন ব্রাজিলিয়ান এই তারকা। তার গোলে আল হিলাল ইরানি ক্লাব নাসাজি মেজান্দারানকে হারিয়েছে ৩-০ গোলে।

গত রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আল হিলাল নেমেছিল নাসাজির মাঠে। সেখানে আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে ১৮ মিনিটেই এগিয়ে যায় নেইমারের দল। এরপর প্রথমার্ধ বিরতির একটু আগে দুই দলই পরিণত হয় দশ জনের দলে। আল হিলালের অধিনায়ক সালমান আল ফারাজ আর নাসাজির আমির মুহাম্মদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এরপরও অবশ্য আল হিলালের জিততে কোনো সমস্যা হয়নি। নেইমার গোল করেন ম্যাচের ৬৮ মিনিটে। শেষ সময়ে এসে সালেহ আল শেহরি। সব মিলিয়ে তিন গোলের এই জয়ে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আল হিলাল।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর