infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

এশিয়া কাপে বাংলাদেশ দলে ১৭ সদস্য

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৩, ২৩:৪২

ফাইল ছবি

৩০ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্ট সামনে রেখে শনিবার (১২ আগস্ট) দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে থাকছে ১৭ সদস্য।

শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এমনটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খবর যুগান্তর।

এশিয়া কাপের দল প্রসঙ্গে তিনি বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের (প্রাথমিক) দল আগামীকাল শনিবার দিয়ে দেওয়া হবে। এশিয়া কাপের জন্য নির্বাচকরা ১৭ জনের দল ঠিক করেছেন।

বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন। আজ বিসিবি সভাপতি এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছেন।

এশিয়া কাপ এবং বিশ্বকাপের অধিনায়ক চূড়ান্ত হয়ে যাওয়ায় দল ঘোষণায় আর দেড়ি হওয়ার কথা নয়। তাই পাপন বলেছেন, আগামীকাল শনিবার এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর