[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১১ই ফাল্গুন ১৪৩১

তামিমদের ওয়ানডে অধিনায়ক সাকিব

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৩, ২৩:৩৫

সাকিব আল হাসান

অবশেষে নতুন ওয়ানডে অধিনায়ক পেলো বাংলাদেশ জাতীয় দল। তামিম-মুশফিকদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। খবর কালেরকণ্ঠ।

বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে সাকিবকে।’ অবশ্য এই দুই টুর্নামেন্টের মাঝে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব।

গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে পাপনের বাসভবনের গ্যারেজে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানেই স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ মুহূর্তে এসে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম নেতৃত্ব ছাড়ার সপ্তাহ খানেক পরেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি।

এই সময়ে একাধিক নাম ঘিরে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সাকিবের অভিজ্ঞতায় আস্থা রেখেছে বোর্ড।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর