[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বিশ্বকাপ ২০২৩

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর বার্তা

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ২২:০৯

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল এখন আছে ভারতে। ইতোমধ্যে একটা প্রস্তুতি ম্যাচেও খেলে ফেলেছে দল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে কাল। তার আগে সাকিব আল হাসানের দলকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফরে এক সাক্ষাতকারে বার্তাটি দিয়েছেন। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সে সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা সবসময়ই আশা করি আমরা বিশ্বকাপে একটা ভালো খেলা দেখাতে পারব। তাদের প্রতি এটাই আমার কথা, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে, তারা সেভাবেই সামর্থ্যের সবটুকু ঢেলে দেবে, আর আন্তরিকতার সাথে খেলবে। এটাই আমি চাই। ভালোভাবে খেলতে পারলে, ভালো ফলাফল করতে পারবে। আমি আশাবাদী সবসময়।’

এরপর তিনি জানান, সফরের আগে দলের সঙ্গে যোগাযোগও হয়েছে তার। তিনি বলেন, ‘তাদের সঙ্গে যোগাযোগ আমার সবসময়ই থাকে। আসার আগে তাদের সঙ্গে কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গেও কথা বলি। যারা আয়োজক, তাদের সঙ্গেও যোগাযোগ রাখি। আমি সবসময় খেয়াল রাখি। খেলাধুলায় যেন আমাদের ছেলে-মেয়েরা ভালো করে, সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে। এবং সব রকমের সহযোগিতা থাকে।’


৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর