প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ২১:৫৬
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ের পর অনেকেই ধারণা করেছিলেন, বাংলাদেশ ক্রিকেটে গত কয়েকদিনের নাটকীয় পরিস্থিতির ইতি ঘটল বুঝি। তবে বাংলাদেশের জয়ের ঠিক পরপরই ‘ইঙ্গিতপূর্ণ’ ফেসবুক পোস্টে সে নাটকীয় ভাবটা জিইয়ে রাখলেন জাতীয় দলের তিন নির্বাচকের একজন আব্দুর রাজ্জাক।
বাংলাদেশের সাবেক স্পিনার এবং বর্তমান নির্বাচক রাজ্জাক শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভাগ্গিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।’
রাজ্জাকের এমন পোস্টের স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কাকে ইঙ্গিত করে এই পোস্ট করলেন বাংলাদেশের। বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে তামিম ইকবালের সে দলে না থাকা নিয়ে সরগরম ক্রিকেটাঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে অধিনায়ক সাকিব আল হাসান, কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, জাতীয় দলের তিন নির্বাচক এবং বোর্ড কর্মকর্তারা নিশানা বনেছেন তামিম-ভক্তদের।
এমন অবস্থায় তামিমকে ইঙ্গিত করেই কী রাজ্জাকের এই পোস্ট? এই প্রশ্নের জবাব শুধু একজনই দিতে পারবেন, খোদ জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: