infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

প্রেমে ব্যর্থ হয়ে ব্রিজ থেকে ঝাঁপ দেয়ার চেষ্টা ফুটবলারের!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৩, ২১:৫২

ছবি: সংগৃহীত

প্রেমের মড়া জলে ডোবে না! তবে প্রবাদের এই ‘সাগর শুকিয়ে যাওয়া’য় অন্তত প্রাণটা বেঁচে গেছে অ্যালেক্সিস বেকা বেকার। প্রেমে ব্যর্থ হয়ে মনের দুঃখে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি তৎপরতায় এই ফরাসি ফুটবলারের প্রাণ বাঁচানো গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ফরাসি ক্লাব নিসে খেলা ২২ বছর বয়সী ফুটবলার অ্যালেক্সিস বেকা বেকা প্রেয়সীর সঙ্গে ছাড়াছাড়ির পর আত্মহত্যার সিদ্ধান্ত নেন। সেজন্য নিসের ১০০ মিটার উঁচু মাগনান ব্রিজ থেকে ঝাঁপ দিতে চান তিনি।

তবে জরুরি সেবা সংস্থা, ফায়ার সার্ভিস এবং ঘটনাস্থলে উপস্থিত সেনাসদস্যদের প্রচেষ্টায় ব্রিজের উপর থেকে তাকে নিরাপদে নামিয়ে আনা হয়। সেখানেই ক্লাবের একজন মনোবিদ তাকে শুশ্রূষা দিচ্ছেন।


২০২২ সালে রশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কো থেকে তাকে ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টানে নিস। চলতি মৌসুমে এখনো ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি তার।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর