[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বিশ্বকাপ ২০২৩

বাবরদের জন্য থাকছে যেসব খাবার

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৩, ২১:৫৯

ছবি: সংগৃহীত

ভারতের আথিয়তায় মুগ্ধ পাকিস্তান ক্রিকেট দল। তবে হায়দরাবাদে নেমেই খাবার তালিকায় কাটছাঁটের কথা শুনতে হয়েছে তাদের। সেখানে পাকিস্তান তো বটেই, ওয়ানডে বিশ্বকাপে কোনো দলকেই গরুর মাংস দেওয়া হবে না।

তবে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, অন্যান্য সুস্বাদু খাবার ঠিকই তাদের খাবার তালিকায় থাকছে। দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে থাকছে ভেড়ার মাংসের চপ, খাসির মাংস, হায়দারাবাদি বিরিয়ানি, মাছের গ্রিল, বাটার চিকেন এবং সবজি পোলাও।

খেলা চলাকালেও তাদের জন্য থাকছে আলাদা তালিকা। সেখানে রয়েছে বাসমতি চালের ভাত, স্পাগেটি ইন বোলোগনিস সস, আর থাকছে প্রয়াত অজি কিংবদন্তি শেন ওয়ার্নের খুবই প্রিয় খাবার সবজি পোলাও।

তা ছাড়া এখানে যতদিন থাকবেন বিখ্যাত হায়দারাবাদি বিরিয়ানি তাদের খাবার তালিকায় থাকবেই।

হায়দরাবাদে পৌঁছে অনুশীলনে নেমে পড়েছেন বাবর আজমরা। শুক্রবারই তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপে বাবরদের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। প্রতিপক্ষ গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর