[email protected] শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

‘আমি পদত্যাগ করিনি, তামিমের ঘটনায় জড়িত নই’

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ১৪:১৬

ফাইল ছবি

নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিশ্বকাপের জন্য ভারতের বিমানে চড়বেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। সেভাবেই কথা গড়িয়েছিল। পরে অবশ্য নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচেই জাতীয় দলের টিম ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। এদিকে বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালেরও।

এ সব কিছুর জন্য দায়ী করা হচ্ছিল অধিনায়ক সাকিব আল হাসনকে। রাতে বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব নিয়ে বিস্তারিত কথা বলেছেন সাকিব। ‘অপেশাদার’ বলে অভিহিত করেছেন নিউজিল্যান্ড সিরিজের মাঝে নাফিসের আকস্মিক চলে যাওয়াকে। এমন অভিযোগ যে সত্যি নয় মাঝ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সেসবই পরিষ্কার করেছেন নাফিস।

ফেসবুকে দেওয়া বিশাল পোস্টে নাফিস লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলার সময় জাতীয় দল ছাড়ার ব্যাপারটি আমি পরিষ্কার করে জানাতে চাই। ২৬ সেপ্টেম্বর সকালে জানতে পেরেছি যে বিশ্বকাপে আমার যাওয়া হচ্ছে না। একই ঘটনা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও হয়েছে। আমিও মানুষ এবং অন্যদের মতো আমারও আবেগ রয়েছে।’

নাফিস আরও বলেন, ‘আমি বিসিবি থেকে পদত্যাগ করিনি অথবা আমার কাজ কোনোভাবেই ছোট ভাই তামিম ইকবালের সঙ্গে ঘটা ঘটনার সঙ্গে জড়িত না। মাঠ ছাড়ার ছয় থেকে সাত ঘণ্টা পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। বোর্ডের আচরণবিধি, প্রটোকল সব ঠিকঠাক মেনে চলেছি। মাঠে আসার আগে প্রথমে আমার মতামত প্রধান কোচের সঙ্গে শেয়ার করেছি, তারপর বিসিবির সবাইকে জানিয়েছি। কোনো কাজই অর্ধেক করে ফেলে রেখে আমি যাইনি। সিরিজের শেষ ম্যাচে টিম শিটে স্বাক্ষর দেওয়া, নিউজিল্যান্ড সিরিজের সব কাগজপত্র ঠিক রাখা, বিশ্বকাপের জন্য যে দৈনন্দিন ভাতার ব্যাপার ছিল, সবই আমি বুঝিয়ে দিয়েছি।’

‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পরিস্থিতিতে সত্য না জেনে কেউ তার মতামত দিতে পারে না। ক্রিকেট ক্যারিয়ারে সৎ ছিলাম এবং এখন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টের অংশ হিসেবে আমি আমার সেরাটা নিশ্চিত করেছি এবং করব।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর