[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

রিয়ালকে উড়িয়ে দিল অ্যাটলেটিকো

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৩, ২০:৪৪

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার লা লিগায় মাদ্রিদ ডার্বিতে তারা জিতেছে ৩-১ গোলে। নগরপ্রতিদ্বন্দ্বীর জাল দুইবার কাঁপিয়ে জয়ের নায়ক আলভারো মোরাতা।

চতুর্থ মিনিটে মেত্রোপলিতানো স্টেডিয়ামের দর্শকদের উল্লাসে ভাসান মোরাতা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে উঁচুতে লাফিয়ে হেড করেন স্প্যানিশ তারকা। ১৮তম মিনিটে সাউল নিগুয়েজের ক্রস থেকে আরেকটি হেডে স্বাগতিকদের ব্যবধান বাড়ান আন্তোয়ান গ্রিয়েজম্যান।

বিরতিতে যাওয়ার আগে রিয়ালের হয়ে একটি গোল শোধ দেন টনি ক্রুস। ৩৫তম মিনিটের ওই গোলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রথমার্ধ শেষ করে সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু ফিরে এসে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে তাদের জালে আরেকবার বল পাঠালে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত হয়ে যায়।

এক ম্যাচ হাতে রেখে অ্যাটলেটিকো ১০ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেল। আর শীর্ষে থেকে এই সপ্তাহ শুরু করা রিয়াল ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিনে নামল। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সা ও দ্বিতীয় স্থানে আছে জিরোনা।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর