infomorningtimes@gmail.com রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২

৩৫ ওভারও খেলতে পারলো না বাংলাদেশ 

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৩, ২০:১৫

সংগৃহিত

সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে সিরিজের শেষ ওয়ানডেতেন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আর এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৪ ওভার ৩ বলে ১৭১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অভিষিক্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। খবর ইত্তেফাক।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬ রানে আউট হন অভিষিক্ত জাকির হাসান। ৫ বলে মাত্র ১ রান করে অ্যাডাম মিলনের বলে বোল্ড হন তিনি। জাকিরের পর সাজঘরে ফিরে যান আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ৮ রানে ৫ বলে ৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন তামিম। 

এরপর শান্তকে সঙ্গে নিয়ে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন তারা। দলীয় ৩৫ রানে ১৭ বলে ১৮ রান করে আউট হন হৃদয়। তার বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। 

মুশফিককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত। তবে দলীয় ৮৮ রানে ২৫ বলে ১৮ রান করে আউট হন মুশফিক। এরপর ক্রিজে আসা মাহমুদুউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন শান্ত। দলীয় ১৩৭ রানে ২৭ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান মাহমুদুউল্লাহ।

এরই মাঝে নিজের অর্ধ শতক পূরণ করেন শান্ত। তবে দলীয় ১৫৬ থেকে ১৬৮ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। ৮৪ বলে ৭৬ রান করে আউট হন শান্ত। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ১৭১ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের পক্ষে মিলনে সর্বোচ্চ ৪টি উইকেট নেন।  

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর