[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

অভিষেকে রাঙাতে পারলেন না জাকির, ফিরলেন তানজীদও

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৩, ১৬:৪৩

সংগৃহীত ছবি

টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে পেয়েছিলেন সেঞ্চুরি। কিন্তু ওয়ানডেতে তার বিপরীত চিত্রটাই ঘটলো জাকির হাসানের সঙ্গে। মাত্র ১ রানে ফিরলেন বোল্ড হয়ে। মিলনের অফের বল ড্রাইভ করতে গিয়ে ফিরলেন ইনসাইড এজ হয়ে। বাংলাদেশ ৬ রানে হারালো প্রথম উইকেট। পরের ওভারেই সাজঘরে ফেরেন তানজীদ হাসান তামিম। বোল্টের চতুর্থ স্ট্যাম্পে করা বল খোঁচা দেন তানজীদ। স্লিপে ধরা পড়েন অ্যালেনের হাতে। ৮ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। ক্রিজে শান্তর সঙ্গী হৃদয়।

এর আগে ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছিলেন মাঠে নামার জন্য। তখনি শের-ই-বাংলায় নামে বৃষ্টি। দ্রুত পিচ ঢেকে রাখা হয় কাভারে। শুরুতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে। তাও বেশি স্থায়ী হয়নি। ১০ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায় বৃষ্টি। ২টা ১০ মিনিটে কাভার সরিয়ে নেওয়া হয়। এখন চলছে মাঠ প্রস্তুতির কাজ। ১৮ মিনিট দেরিতে শুরু হয় খেলা।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, তাওহীদ হৃদয় মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির হাসান, মুশফিকুর রহিম, শেখ মেহেদী, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর