[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

ফিজের ফেরাতে খুশি নিক পোথাস

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২২ সেপ্টেম্বার ২০২৩, ০০:১১

নিক পোথাস।

ঘরের মাঠের আফগান সিরিজে বিবর্ণ মোস্তাফিজুর রহমানকে দেখা গেছে। উইকেট পেলেও ছিলেন খরুচে। ফলে শেষ ম্যাচে ছিলেন না দলে। ফর্মহীনতার ধারাবাহিকতা অব্যাহত ছিল এশিয়া কাপেও। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও। শেষ ম্যাচের আগে আর জায়গাই হয়নি একাদশে। সেই ম্যাচে ফিরে দেখালেন তান্ডব। পাল্লেকেলের সেই হাওয়া আজ মিরপুরেও লেগেছিল। তাতে খুশি জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাসও।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সিরিজের প্রথম ম্যাচে ৭ ওভার বল করে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ফিজ। ছিল একটি মেইডেনও। এমন পারফরম্যান্সে খুশি পোথাস জানালেন, বিশ্বকাপের আগে সঠিক জায়গাতেই আছেন টাইগার কাটার মাস্টার।

বৃষ্টিতে সিরিজের প্রথম ওয়ানডে ভেসে যাওয়ার পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন পোথাস। সেখানেই জানালেন এই কথা।

ফিজের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই খুশির বিষয় যে বিশ্বকাপের আগে মোস্তাফিজ সঠিক সময়ে নিজের চেনা ছন্দে ফিরতে পেরেছে। গত এক মাস অ্যালান ডোনাল্ডের সঙ্গে থেকে প্রচুর পরিশ্রম করেছে। পরিশ্রমের ফল সে পেতে শুরু করেছে।’

ডেথ ওভারে মোস্তাফিজের দাপটের কথা পুরনো। সেটা মনে করিয়ে দিয়ে পোথাস বলেন, ‘আমরা জানি ডেথ ওভারে সে কতটা ভয়ঙ্কর। যেকোনো পরিস্থিতে ডেথ ওভারে তার হাতে বল তুলে দিলেই হলো, সে দলের প্রত্যাশা মেটাবেই।’

পোথাস যোগ করেন, ‘যেকোনো বাঁ-হাতি বোলার ডান হাতি ব্যাটসম্যানের বিপক্ষে সুইং করতে চায়। এটা নতুন কিছু নয়। সেও সেটাই করেছে।’ সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর