[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২১ সেপ্টেম্বার ২০২৩, ০৯:৫৭

সংগৃহীত ছবি

পুরোটা সময় জুড়ে একক আধিপত্যের লড়াই। বলা ভালো, পুরো সময় বলের পেছনে দৌড়েছে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। শেষ বাঁশি বাজার পূর্ব মুহুর্তে পাওয়া গোলে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে জুড বেলিংহামের গোলে তারা পেয়েছে জয়ের দেখা।

খেলার শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য দেখায় রিয়াল। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল তারা। ৩২ শট নিলেও লক্ষ্য বরাবর শট নিতে পেরেছে ৭ বার। কিন্তু গোলের দেখা পেতে অপেক্ষা হয়েছে ৯৪ মিনিট পর্যন্ত।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করেন ইংলিশ ফুটবলার বেলিংহাম। কর্নার কিক থেকে বল পেয়ে দারুণভাবে কাটিয়ে গোল আদায় করেন।

ম্যাচের ৭৬ শতাংশ সময় বল ছিল রিয়ালের পায়ে। বাকিটুকু সময় ছিল বার্লিনদের পায়ে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর