[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সার

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২০ সেপ্টেম্বার ২০২৩, ১১:৪৩

সংগৃহীত ছবি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ নতুন মৌসুম মাঠে গড়িয়েছে গতকাল। আগের দুই আসরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া বার্সেলোনা এবার বেশ গুছিয়ে মাঠে নেমেছিল। তার ফলাফলও এসেছে হাতেনাতে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বার্সার এমন জয়ের কারিগর পর্তুগাল তারকা জোয়াও ফেলিক্স। জোড়া গোল করেছেন ফেলিক্স। একটি করে গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি এবং গাভি। আর অন্য গোলটি ছিল আত্মঘাতী।

ম্যাচের শুরু থেকেই অ্যান্টওয়ার্পের বিপক্ষে আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সেলোনা। তাতে ম্যাচের ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় কাতালান ক্লাবটি। লেভানডোভস্কির সঙ্গে ওয়ান-টু খেলে ফেলিক্সের উদ্দেশ্যে বল বাড়ান ইলকাই গুন্ডোয়ান। দারুণ ফিনিশিংয়ে জালের পথ খুঁজে নেন ফেলিক্স।

এই গোলের রেশ কাটার আগেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় বার্সা। গোলদাতা লেওয়া। এই গোলেও ছিল ফেলিক্সের অবদান। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের বাড়ানো থ্রো বল ধরে লেওয়ার উদ্দেশ্য পাস বাড়ান ফেলিক্স। ওয়ান টাচ ফিনিশিংয়ে বাকি কাজটা সহজে সেরে ব্যবধান ২-০ করেন পোলিশ স্ট্রাইকার।

প্রথমার্ধে আরও একটি গোল পায় বার্সেলোনা। এবার আত্মঘাতী। ২২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান ৩-০ করে অ্যান্টওয়ার্প। প্রথমার্ধের বাকি সময়েও ছিল বার্সার দাপট। যদিও বিরতির আগে আর কোনো গোলের দেখা পায়নি তারা।

বিরতির পর ৫৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন গাভি। লেভানডোভস্কির অ্যাসিস্ট থেকে গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। আক্রমণের ধারা অব্যাহত রেখে ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ৫ম গোলটি আদায় করে নেন ফেলিক্স। রাফিনহার ক্রস থেকে হেডে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা।

এরপর আরও একটি গোল পেতে পারতো বার্সেলোনা। সুযোগ পেয়েছিলেন লামিন ইয়ামাল। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হন স্প্যানিশ তরুণ। শেষ পর্যন্ত আর কোনো গোল না পেলেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে জাভির দল।সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর