[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

নাসিরের বিরুদ্ধে তদন্ত করছে আইসিসি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ১৯:২৪

ফাইল ছবি

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর দিকে বিশেষ নজর থাকে আইসিসির। স্বল্পদৈর্ঘ্যের টানটান উত্তেজনাময় এই টুর্নামেন্টগুলোতে জুয়াড়িদের আনাগোনা থাকে বেশি। অনৈতিক কর্মকাণ্ডের ঘটনাও আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় এই ধরনের টুর্নামেন্টগুলোতে বেশি দেখা যায়।

এবার আবুধাবির টি-টেন লিগেও লেগেছে দুর্নীতির দাগ। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় দলের একসময়ের তারকা ক্রিকেটার নাসির হোসেনও।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষে টি-টেন লিগে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঘটনায় নাসির ছাড়াও অভিযুক্ত হয়েছেন লিগের একটি ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক ক্রিশান কুমার চৌধুরি।


এছাড়াও অপর এক ফ্র্যাঞ্চাইজির অংশিদার পরাগ সাংভি, ব্যাটিং কোচ আসহার জাইদি, আরব আমিরাতের ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সিলিয়া সামান ও সহকারী কোচ শাদাব আহমেদের বিরুদ্ধেও তদন্তে নেমেছে আইসিসি।


নাসিরের বিপক্ষে দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ৭৫০ ডলারের একটি উপহারের রশিদ দেখাতে ব্যর্থ হয়েছেন নাসির। একইসঙ্গে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী একটি আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য দিতে ব্যর্থ হয়েছেন নাসির। আইসিসির তদন্তেও ঠিকঠাক সহযোগীতা করেননি। সবমিলিয়ে বেশ গুরুতর কয়েকটি অভিযোগে ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের এই ক্রিকেটার।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলস ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছিলেন নাসির।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর