প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৪৪
আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ২৪ সেপ্টেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। তবে সে ড্রাফটের আগেই দেশি-বিদেশি খেলোয়াড়দের দলে টেনে এগিয়ে থাকতে চাইছে ফ্র্যাঞ্চাইজিরা। সে ধারা এবার জাতীয় দলের উঠতি তারকা তাওহিদ হৃদয়কে দলে টানল বিপিএলের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
সরাসরি চুক্তিতে কুমিল্লায় নাম লেখানো হৃদয় এই বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে নজর কেড়েছেন। জাতীয় দলেও দারুণ ছন্দে আছেন। মিডল অর্ডারে ক্রমেই দলের নির্ভরতা হয়ে উঠছেন ২২ বছরের এই তরুণ ক্রিকেটার। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্ভাবনাময় এই ক্রিকেটারকে দলে ভেড়ানোর কথা জানায় কুমিল্লা ভিক্টোরিয়ানস।
গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন হৃদয়। এর আগে ফরচুন বরিশালের জার্সিতেও বিপিএলে দেখা গেছে তাকে।
হৃদয়কে দলে ভেড়ানোর আগেই অবশ্য নিজেদের ফেসবুক পেজে আরও সমর্থকদের আরেকটি সুখবর দিয়েছে কুমিল্লা। গতবার দলটির শিরোপাজয়ী স্কোয়াডের অন্যতম সদস্য, জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে তারা। এছাড়া আগামী মৌসুমেও কুমিল্লার সঙ্গেই থাকছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: