[email protected] সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

ইন্দো-বাংলা হ্যান্ডবলে মেরিনার্স

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১২ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৫৬

ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে ঢাকা মেরিনার ইয়াংসের পরিচিতি মূলত হকিকে ঘিরেই। ঘরোয়া হ্যান্ডবলেও রয়েছে তাদের বিশেষ দাপট। বিশেষ করে নারী হ্যান্ডবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন মেরিনার্স। সেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দল আজ রাতে গৌহাটির উদ্দেশে রওনা হচ্ছে।

ভারতের গৌহাটিতে ইন্দো-বাংলাদেশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। হ্যান্ডবল ফেডারেশন প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ও প্রিমিয়ার হ্যান্ডবল লিগ চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ দল দুটিকে খেলার অনুমোদন দেয়। দুই দলই স্ব স্ব খরচ বহন করছে।


গৌহাটিতে অংশ নিতে যাওয়া ঢাকা মেরিনার দলকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সানিয়া বিনতে মাহতাব ট্রাস্ট ও ক্লাবের হ্যান্ডবল কমিটির চেয়ারপারসন সানিয়া বিনতে মাহতাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

মহিলা হ্যান্ডবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে বিরল অর্জন করা মেরিনার্স ১১-১৪ সেপ্টেম্বর গৌহাটিতে দেশের প্রতিনিধিত্ব করবে। পুরুষ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বিজিবি।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর