[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নিষেধাজ্ঞা কাটিয়ে এশিয়ান গেমসে ফিরছেন রোমান সানা

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৩, ০২:৩৫

ফাইল ছবি

সতীর্থ আর্চারের সঙ্গে অসদাচরণের অভিযোগে গত নভেম্বরে রোমান সানাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তবে গত ৭ মার্চ শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা তুলেও নেয় দেশীয় আর্চারির সর্বোচ্চ সংস্থাটি।

কিন্তু রোমানের শৃঙ্খলাভঙ্গের ঘটনা জেনে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন স্বপ্রণোদিত হয়ে তার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রাখে। ফলে বাংলাদেশ আর্চারি ফেডারেশন চাইলেও তাকে আন্তর্জাতিক ইভেন্টে দলে নিতে পারেনি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এশিয়ান গেমস দিয়ে আবারও আন্তর্জাতিক ইভেন্টে ফিরছেন রোমান।

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এশিয়ান গেমস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রোমান সানার প্রসঙ্গ আসে। এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এ কে সরকার জানিয়ে দিয়েছেন রোমান খেলতে পারবেন, ‘রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে। ’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও একই কথা বলেছেন।

২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমস উপলক্ষে বাংলাদেশ দলের লক্ষ্য আর প্রস্তুতি নিয়ে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রোমানের নিষেধাজ্ঞা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। তবে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন বিষয়টা নিয়ে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করতে নিষেধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে। তাই রোমানের নিষেধাজ্ঞা মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়নি আর্চারি ফেডারেশন।

 


বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর