প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৩, ০৫:১২
অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আজ ঢাকা পৌঁছেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।
ঢাকা পৌঁছেই জাতীয় দলকে এশিয়া কাপের জন্য প্রস্তুত করার কাজে নেমে পড়ার কথা ছিল লংকান এই কোচের। কিন্তু অধিনায়ক ইস্যুতে পিছিয়ে গেছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন। বরং অনুশীলন শুরুর পরিবর্তে ওয়ানডে অধিনায়কের বিষয়ে আলাপ করার জন্য আজ বিকেলে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসেছেন টাইগার কোচ।
অবশ্য তামিম ইকবালের পরিবর্তিত হিসেবে বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের হাতে নেতৃত্ব তুলে দিতে চায় বোর্ড। এক্ষেত্রে হাথুরুসিংহের সম্মতিও গুরুত্বপূর্ন মনে করা হচ্ছে।
এদিকে এখনো অধিনায়ক নির্ধারন করতে না পারায় এশিয়া কাপের জন্য দলও ঘোষনা করতে পারছে না বোর্ড। তবে ১২ আগস্টের মধ্যেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহনকারী দেশের বোর্ডগুলোর। সুতরাং ১২ আগস্টের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
স্কোয়াড ঘোষনার পরপরই অনুশীলন শুরু করবেন হাথুরু। এর আগে এখনকার মতো ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবে ক্রিকেটাররা। সূত্র: বাসস
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: