[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

মেসি আর আমার প্রতিদ্বন্দ্বী নন: রোনালদো

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বার ২০২৩, ০১:৪১

ফাইল ছবি

প্রায় দেড়যুগ ইউরোপ মাতিয়েছেন দুজনই। একের পর এক অর্জন-সাফল্যে একজন আরেকজনকে পেছনে ফেলেছেন। হয়েছেন তর্কসাপেক্ষে সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার। তবে একসময় ইউরোপ মাতিয়ে রাখা দুজনই এখন ইউরোপেই নেই। এখন তাদের সেই লড়াইটাও নেই।

এমনটা মনে করেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও। মনে করিয়ে দিয়েছেন তারা ফুটবল ইতিহাস পাল্টেছেন তবে এখন আর তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী নন৷

সম্প্রতি পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি বিষয়টাকে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখি না। আমাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে। এটা ভালোই ছিলো। দর্শকেরা পছন্দ করতেন। রোনালদোকে যাঁরা পছন্দ করেন তারা মেসিকে ঘৃণা করতে হবে না। কিংবা আমার ক্ষেত্রেও তাই। আমরা ভালোই করেছি, ফুটবলের ইতিহাস পাল্টেছি। গোটা বিশ্বেই আমাদের সম্মান করা হয় এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

গেল জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব দল আল নাসরে যোগ দেন রোনালদো। আর মেসি ইউরোপ ছাড়েন জুলাইতে৷ পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। খেলছেন ইন্টার মায়ামির হয়ে। তাদের সিদ্ধান্ত গুলো নিয়ে নানাদিকে নানান রকমের কথা আসলেও রোনালদো এসবে কান দিতে নারাজ।

‘মেসি তার পথ অনুসরণ করেছে আর আমি আমারটা করেছি। সেটা ইউরোপের বাইরে হলেও সমস্যা নেই। কারণ, সে তার জায়গায় ভালো করছে, আমিও আমার জায়গায় ভালো করছি। আমি আসলে প্রতিদ্বন্দ্বিতাকে ওভাবে দেখি না। প্রায় ১৫ বছরে আমরা অনেকবারই মঞ্চ ভাগ করেছিলাম। আমরা বন্ধু তা বলছি না। কখনো তার সাথে ডিনারও করা হয়নি। পেশাদার দৃষ্টিকোণ থেকে আমরা সহকর্মী এবং একে অপরকে সম্মান করি৷’

ফুটবল ক্যারিয়ারে মেসির ব্যালন ডি’অর সংখ্যা সাত, রোনালদোর পাঁচ। আর্জেন্টাইন জাদুকর শিরোপা জিতেছেন রেকর্ড ৪৪ বার। সেখানে রোনালদোর ৩৫। আবার গোল সংখ্যায় এগিয়ে পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর ৮৫০ এর বিপরীতে মেসির ৮১৮ গোল। স্বীকৃত ফুটবলে শুধুমাত্র এই দুজনই আটশো এর অধিক গোল করেছেন।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর