মাশরাফিহীন সিলেটের হার, জমল শীর্ষে থাকার লড়াই

চোট সতর্কতায় বিশ্রামে ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্লেঅফ নিশ্চিত হলেও জিতলে শীর্ষে থাকার লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকত সিলেট স্ট্রাইকার্স। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। টেবিল টপারদের হারে জমে উঠল কোয়ালিফায়ারে খেলার লড়াই।
১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে সিলেট। এক ম্যাচ কম খেলা ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স ১৪ পয়েন্ট নিয়ে পরের তিন ধাপে। সবার সামনেই এখন সেরা দুইয়ে থাকার সুযোগ।
আজ শনিবার মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ২ উইকেটে ১৭০ রান তোলে সিলেট। ৫৯ রানে দুই উইকেট হারানোর পর ১১১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। ৫৭ বলে ৮৫ রানে অপরাজিত হৃদয়ের সঙ্গী মুশফিক ছিলেন ৫৫ রানে।
উদ্বোধনী ব্যাটার নাঈম শেখ ও রনি তালুকদারের ব্যাটে শুরুটা দারুণ হয় রংপুরের। ১০০ রানের এ জুটি ভাঙলে ৩৫ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংসে ফেরেন রনি। নাঈম ফেরেন ৪৫ রানে। শেষে নুরুল হাসান সোহান ও শোয়েব মালিকের অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতে জয় নিশ্চিত করে রংপুর।
আপনার মূল্যবান মতামত দিন: