পাকিস্তানের কাছে শেষ ওয়ানডেতেও বাংলাদেশের যুবাদের হার
-2023-05-15-17-38-27.jpg)
পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এই ম্যাচেও হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করে পাকিস্তান ২৪৪ রান করে ৮ উইকেট হারিয়ে, জবাবে বাংলাদেশ ৩৭তম ওভারে অলআউট হয় ১৬৪ রানে।
৮০ রানের জয়ে পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতলো।
লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই মিডল অর্ডার ব্যাটার আহরার আমিন ও শিহাব জেমস হাফ সেঞ্চুরি করেন। এছাড়া শুধু জিশান আলম দুই অঙ্কের ঘরে রান করেন।
৩৮ রানে ৪ উইকেট হারানোর পর আহরার ও শিহাব ৮৩ রানের জুটি গড়েন। আহরার ৫৩ রানে মাঠ ছাড়ার পর আবার ধস নামে স্বাগতিকদের ব্যাটিংয়ে। ইনিংস সেরা ৫৬ রান করেন শিহাব।
পাকিস্তানের পক্ষে আলী আসফান্দ ও আরাফাত আহমেদ তিনটি করে উইকেট নেন। দুটি পান সাজ্জাদ আলী।
আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে হামজা নওয়াজ ও শাহজাইব খান হাফ সেঞ্চুরি করেন। ইনিংস সেরা ৭২ রান করেন হামজা। ৬৭ রান আসে শাহজাইবের ব্যাটে। এছাড়া আজান আওয়াইস ও আরাফাত যথাক্রমে ৪১ ও ৪০ রান করেন।
বাংলাদেশের পক্ষে মাহফুজুর রাব্বি সর্বোচ্চ চার উইকেট নেন।
আপনার মূল্যবান মতামত দিন: