[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

কোচ-অধিনায়ক কারো সঙ্গেই কথা হয়নি বোর্ডকর্তার

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ০২:১৯

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ যাত্রার শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। টাইগার ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স নিয়ে আলোচনা বেশি হচ্ছে। লঙ্কান বোলারদের বিপক্ষে এদিন নাজমুল হোসেন শান্ত (৮৯) বাদে সব ব্যাটারই হয়েছেন ব্যর্থ।

দলের এমন ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারের পর আজ (শুক্রবার) গণমাধ্যমকর্মীরা ভিড় করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানস্থ বাসভবনে। তবে এদিন চুপচাপই ছিলেন বিসিবি প্রধান।

সংক্ষিপ্ত কথায় পাপন বলেন, 'কি কথা বলবো? ক্যাপ্টেন কোচ কারো সাথেই তো কথা হয়নি!' গণমাধ্যমের সঙ্গে এরপর আর কোনো কথা বলেননি তিনি।

প্রথম ম্যাচে হারের ক্ষত শুকাতে না শুকাতেই বাংলাদেশ দল এখন পাকিস্তানের পথে। সেখানে আগামী ৩ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। ওই ম্যাচটি বাংলাদেশ জিতলে সুযোগ থাকবে সুপার ফোরের। একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ ম্যাচের দিকে। হারলে সরাসরি ছিটকে পড়তে হবে এশিয়া কাপের যাত্রা থেকে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর