প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৩, ২৩:৩২
এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও নেপাল। মুলতানে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক দলপতি বাবর আজম।
এ ম্যাচের জন্য পাকিস্তান আগের রাতেই একাদশ ঘোষণা করেছিল। তিন পেসারের সঙ্গে তিন স্পিন-বোলিং অলরাউন্ডারকে নিয়ে একাদশ সাজিয়েছে তারা।
নেপাল একাদশ সাজিয়েছে নিজেদের সেরা তারকা সন্দিপ লামিচানেকে নিয়েই। ধর্ষনের অভিযোগে এই লেগ স্পিনারের বিরুদ্ধে মামলা থাকায় দেরিতে দলের সঙ্গে যোগ দিয়ে হয়েছিল তাকে।
আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। নেপাল এশিয়া কাপেই খেলছে প্রথমবার।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সালমান আগা, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
নেপাল একাদশ
কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাউডেল (অধিনায়ক), আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী। সূত্র: দেশ রূপান্তর
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: