[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

নিজের খেলা বাদ দিয়ে মেসিকে দেখেন কামাল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ২১:৩৯

ফাইল ছবি

লিওনেল মেসি মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, তাঁর ম্যাচ মানেই তো টিভি সেটের সামনে ভক্ত-সমর্থকদের ভিড়। এমনকি মাঠে সতীর্থ, প্রতিপক্ষ ফুটবলাররাও তাঁর খেলা মনভরে উপভোগ করেন।

ইন্টার মায়ামিতে দারুণ সময় কাটাচ্ছেন মেসি। নতুন ক্লাবে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। একের পর এক জাদুকরী গোল করছেন। কখনো ফ্রিকিকে, কখনো বা আলতো ছোঁয়ায় গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ক্লাবে খেলার ২৮ দিনের মধ্যেই জিতেছেন লিগস কাপ শিরোপা। মায়ামির ইতিহাসে এটাই প্রথম মেজর কোনো শিরোপা। এমনকি ক্লাবটির অভিধান থেকে পরাজয় শব্দটি হারিয়ে গেছে। মায়ামির হয়ে মেসি যে ৯ ম্যাচ খেলেছেন, সব ম্যাচেই জিতেছে ক্লাবটি। মেসির পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থ কামাল মিলার বলেন, ‘নিজের খেলা ভুলে গিয়ে তাকে দেখে মুগ্ধ হই আমি। এমন একজন খেলোয়াড় থাকলে নিজের খেলায় মনোযোগ দেওয়া সত্যিই কঠিন।’

মেসিকে দেখলে ভক্ত-সমর্থক, বিপক্ষ দলের ফুটবলাররা সেলফি, অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে পড়েন। গ্যালারি থেকে শোনা যায় ‘আমরা মেসিকে চাই’ স্লোগান। তাঁর পরিবারও সময়টা উপভোগ করছে মায়ামিতে। মিলার আরও বলেন, ‘আমার দৃষ্টিতে এই শহর (নিউইয়র্ক) তাঁকে অনেক সম্মান করে। হোটেলের বাইরে, স্টেডিয়ামে হাজার হাজার মানুষ তাঁর জন্য অপেক্ষা করেন। মাঠে তিনি যে সম্মান পেয়ে থাকেন, সত্যিই অসাধারণ। এটা তাঁর প্রাপ্য।’

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। তিন ম্যাচে করেছেন জোড়া গোল। যেখানে লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে অভিষেকেই গোল করেছেন তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মায়ামি।

এমএলএসে গত পরশু অভিষেকেও দুর্দান্ত গোল করেছেন মেসি। মায়ামির সহস্বত্বাধিকারী ইনস্টাগ্রামে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্বপ্নগুলো এভাবেই তৈরি হয়। ধন্যবাদ নিউইয়র্ক। ইন্টার মায়ামির দুর্দান্ত জয়।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর