[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বেলিংহ্যামের গোলে জিতল রিয়াল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১৮:৫৩

সংগৃহীত ছবি

ডেডলক ভাঙছিল না ম্যাচের। ৮১তম মিনিটে গিয়ে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম গোল করলেন। তার ওই গোলটাই গড়ে দিল ম্যাচের ভাগ্য। সেল্তা ভিগোর মাঠ থেকে জয় নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।

লা লিগায় রোববার সেল্তাকে ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সব কটিতে জিতল তারা।

বেলিংহাম তার গোলটি করেন হেডে, জোসেলুর ফ্লিক থেকে। লা লিগায় তিন ম্যাচে তার গোল হলো ৪টি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো স্বাগতিক সেল্তা। তৃতীয় মিনিটেই রিয়ালের জালে বল পাঠায় তারা। কিন্তু রেফারি ভিএআরের মধ্যমে পুনরায় দেখে ফাউলের বাঁশি বাজান। বাতিল হয় গোল।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় রিয়াল। রদ্রিগোর নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন সেল্তারি গোলরক্ষক ইভান ভিল্লার।

রিয়াল ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র এ ম্যাচে ১৮তম মিনিটেই মাঠ ছেড়ে যান। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন তিনি।

তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে টেবিলের শীর্ষে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার অবস্থান ষষ্ঠ। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর