[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

অবশেষে রহস্য ফাঁস করলেন সাকিব নিজেই

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৩, ২২:৩১

সংগৃহীত ছবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে এক পোস্ট দিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন।

বৃহস্পতিবার রাত ১১টা ২৯ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিয়েছেন টাইগারদের তিন ফরম্যাটের এ অধিনায়ক। এর পরই ভক্ত-অনুরাগীদের মাঝে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। ক্রিকেটকে কি তবে বিদায় বলছেন সাকিব? এমন প্রশ্নে চারপাশ যেন তোলপাড় হয়ে গেছে। হবেই বা না কেন সাকিবের পোস্ট যে সেই ইঙ্গিতই দিয়েছে।

সেই পোস্টে সাকিব আল হাসান লিখেছেন— ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ হঠাৎ কী কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন সাকিব তা সে সময় পরিষ্কার করেননি। তবে আজ ২৫ আগস্ট সকালে আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে সব কিছু পরিষ্কার করেছেন তিনি।

নতুন পোস্টে সাকিব জানিয়ে দেন তার আগের পোস্টটি মূলত ছিল নগদের বিজ্ঞাপনের একটি অংশ। বেলা ১১টা ৩৩ মিনিটে করা সেই পোস্টে একটি ভিডিওবার্তা দিয়ে সাকিব লেখেন— আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। কারণ নগদ নিয়ে এসেছে এমন এক খেলা, যা আগে কখনো হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সঙ্গে বিশ্বকাপের টিকিটসহ হাজার হাজার পুরস্কার। এখন খেলবে তো বাংলাদেশ! #খেলাহবেনগদে#

ভক্তদের মাঝে ছড়িয়ে পড়া আতঙ্কের অবশেষে অবসান ঘটেছে। বৃহস্পতিবার রাতে তৈরি হওয়া ভ্রান্ত ধারণা আজ সকালেই দূর করেছেন সাকিব। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর