[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

তৃতীয় সন্তানের বাবা হলেন তাসকিন

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১৮:৫০

প্রথম দুই সন্তানের সঙ্গে তাসকিন। ছবি: ফেসবুক

তৃতীয়বারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা এই ক্রিকেটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমা দম্পতির ঘর আলো করে এসেছে কন্যাসন্তান।

বুধবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’

২০১৭ সালের ৩১ অক্টোবর নাঈমাকে বিয়ে করেন তাসকিন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান জন্ম নেয়। গত বছরের এপ্রিলে কন্যাসন্তানের বাবা হন তাসকিন। এবার ঘর আলো করে এল আরও এক কন্যাসন্তান।

এই মুহূর্তে দেশের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে তাসকিন আহমেদের নাম বলা যেতে পারে। দেশের হয়ে এখন পর্যন্ত ১৩ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর