[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

তামিম লিখলেন, ‘এটাই তো আমার দেশ’

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৫:৩৯

ছবি : সংগৃহীত

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং অতিবৃষ্টিতে বেশ ভয়াবহ বন্যার মধ্য দিয়েই যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল। এই বন্যার কারণে পানিবন্দি লক্ষ লক্ষ মানুষ। প্রাণও হারিয়েছেন অনেকেই। দেশের এই সঙ্কটকালে বিপদগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে ধর্ম-বর্ণ নির্বিশেষে জেগে উঠেছে গোটা দেশ। বেশ কিছু মানুষও গিয়েছেন উদ্ধার অভিযানে।

বন্যার্তদের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের এই লড়াইয়ের বহু ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব দেখে উদ্বুগ্ধ হচ্ছেন বাকিরাও। বলতে গেলে, গোটা দেশই জেগে উঠেছে, মানুষ দাঁড়াচ্ছেন একে অপরের পাশে। তাদেরই একজন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের কিছু ছবি ফেসবুকে পোস্ট করে সাবেক এই অধিনায়ক দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস।

তামিমের ভাষায়, “কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, “বাংলাদেশ আপনার কাছে কি?” আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, “কেমন বাংলাদেশ দেখতে চান?” এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর