[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

পাকিস্তানের হোটেলে ভালোবাসায় সিক্ত হাথুরু-শান্তরা

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১৪:২৯

ছবি : সংগৃহীত

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন এবং বৈষমা বিরোধী আন্দোলনের কারণে চলমান অস্থিরতার মাঝে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সুষ্ঠু পরিবেশ ছিল না বাংলাদেশ ক্রিকেট দলের জন্য । যে কারণে এমন অবস্থায় বাংলাদেশ দলকে পূর্ব নির্ধারিত সূচির আগেই পাকিস্তানে গিয়ে অনুশীলনের প্রস্তাব দেয় পিসিবি। যাতে সায় দিয়েছে বিসিবি। তাই ৫ দিন আগেই, সোমবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩.৪৫ মিনিটে ১৮ জনের বহর নিয়ে ফ্লাইটে করে পাকিস্তানে যায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর মঙ্গলবার সকালে লাহোরে নিরাপদেই পৌছে যায় নাজমুল হোসেন শান্তরা। যেখানে হোটেলে প্রবেশের সময় টাইগারদের ফুল দিয়ে বরণ করা হয়। তবে মুশফিক মুমিনুলসহ বেশ কিছু ক্রিকেটার আগে থেকেই অবস্থান করছেন সেখানে, যেখানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন তারা।

নির্ধারিত সূচি বিবেচনায় আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল শান্ত বাহিনীর। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শান্ত-বাবরের দল। দুই ম্যাচের এই সিরিজের আগে ‘এ’ দল একই দেশে খেলছে দ্বিপাক্ষিক আরেকটি সিরিজ, পাকিস্তান শাহীন্সের বিপক্ষে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর