[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

প্যারিস অলিম্পিকে আজ ১২ স্বর্ণের লড়াই

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৪, ১৩:২৮

ছবি : সংগৃহীত

চলমান প্যারিস অলিম্পিকে আজ ১২টি সোনার লড়াই অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে এসব লড়াই। চলবে রাত ২টা পর্যন্ত। সবার আগে হবে ট্রায়াথলন পুরুষ ব্যক্তিগত লড়াই। এরপর শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় লড়াই শুরু হবে দুপুর দেড়টায়।

শুটিংয়ে আজ দুটি সোনার লড়াই হবে। কয়েক ঘণ্টা পর ট্র্যাপ পুরুষ দলীয় খেলা হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, ফেন্সিং ও রাগবি সেভেনসে হবে ১টি করে সোনা জয়ের লড়াই। চলুন

অলিম্পিকে আজ স্বর্ণ পদকের ইভেন্ট: ১২

ট্রায়াথলন
পুরুষ ব্যক্তিগত, দুপুর ১২টা

শুটিং
১০ মি. এয়ার পিস্তল মিশ্র দলীয়, বেলা ১-৩০ মি.

ট্র্যাপ পুরুষ দলীয়
সন্ধ্যা ৭-৩০ মি.


টেবিল টেনিস
মিশ্র দ্বৈত ফাইনাল, সন্ধ্যা ৬-৩০ মি.


জুডো
পুরুষ ৮১ কেজি ফাইনাল, রাত ৯টা

মেয়েদের ৬৩ কেজি ফাইনাল
ত ৯-৩০ মি.

জিমন্যাস্টিকস
মেয়েদের দলীয় ফাইনাল, রাত ১০-১৫ মি.

ফেন্সিং
মেয়েদের ইপেই দলীয় ফাইনাল, রাত ১১-৩০ মি.

রাগবি সেভেনস
মেয়েদের ফাইনাল, রাত ১১-৪৫ মি.

সাঁতার
মেয়েদের ১০০ মি. ব্যাকস্ট্রোক, রাত ১২-৫৬ মি.

পুরুষ ৮০০ মি. ফ্রিস্টাইল
রাত ১-০২ মি.

পুরুষ ৪×২০০ মি. ফ্রিস্টাইল রিলে
রাত ২-০১ মি.


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর