[email protected] শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

ভারতকে হারানোর ছক কষেছেন পাকিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৫:০৩

ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আলোচিত এক দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচ। এই লড়াই দেখতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বের সমর্থকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও মাঠে নামছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।

সাম্প্রতিক সময়ে দ্য গ্রিন ম্যানদের চেয়ে শক্তিমত্তায় বেশ এগিয়ে ভারত। তবে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে পরাজয়ের স্বাদ পাওয়ায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাবর আজমদের। তাই ভারত বধের ছকও কষে ফেলেছেন পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন কারস্টেন। সেই সময়ে সেমিফাইনালে ভারত-পাকিস্তানের সাক্ষাৎ হয়েছিল। সেবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। এর পরের গল্পটা কারোর অজানা না। এদিকে সাম্প্রতিক সময়ে আইপিএলে কাজ করছেন কারস্টেন। যে কারণে ভারতের প্লেয়ারদের খুব কাছ থেকেই দেখছেন তিনি। ভারতের বিপক্ষে ছক কষতে বিষয়টি তাকে সহায়তা করেছে।

এ নিয়ে কারস্টেনের ভাষ্য, ‘আমার মনে হয় এই খেলোয়াড়রা একে অপরকে যথেষ্ট দেখেছে এবং তারা কীভাবে খেলে, তা জানা আছে। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য হবে যেন আমরা খেলাটি সঠিকভাবে শেষ করে আসতে পারি। এই কন্ডিশনে কী প্রয়োজন, তা দেখতে হবে। কাজেই আমি মনে করি, এটি একটি বড় দিন হতে চলেছে। আমি স্টেডিয়ামের চারপাশে একটু ঘোরাঘুরি করেছি। অনুভব করেছি, সেখানে একটি ভালো পরিবেশ তৈরি হবে। ম্যাচটি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। কেননা, এখানে এমন অনেক লোক রয়েছে, যারা দুটি দলকে সমর্থন করতে এসেছেন।’

এই কোচ দাবি করেন, ভারতকে হারানোটাই যে এখন পাকিস্তানের একমাত্র লক্ষ্য।

তার ভাষ্যমতে, ‘এটা অস্বীকার করার কিছু নেই এটা বড় ম্যাচ। তবে ক্রিকেটকে ক্রিকেটের মতোই দেখা উচিত। প্রতিটি খেলাই আপনাকে সেরাটা দিতে হবে। সঠিক এলাকায় বল মারতে হবে, যথেষ্ট রান করতে হবে, ক্যাচ নিতে হবে। আমরা অবশ্যই সেটাই করার চেষ্টা করব, যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলি, তাহলে আমাদের ম্যাচ জেতার ভালো সুযোগ রয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর