[email protected] বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

সৌম্য-লিটনের রানখরা কাটানো নিয়ে যা বললেন পাপন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১২:২৩

ছবি : সংগৃহীত

ব্যাট হাতে মোটেই ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটারদের। ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন লিটন দাস-সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা। তবে বিসিবি সভাপতির প্রত্যাশা, ভালো কিছুর সামর্থ্য রাখে তারা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপনের ভাষ্য, ‘সৌম্য আর লিটন একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোনদিন ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই। আমরা এটাই আশা করতে পারি, যাতে তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পায়।’

অধিনায়ক শান্তকে নিয়ে বিসিবি বসের দাবি, ‘সাকিব আছে অভিজ্ঞ, মাহমুদউল্লাহ রিয়াদ আছে। এখন আসেন, তার আগে যারা আছে। তাদের নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে অবশ্যই সৌম্য, লিটন, শান্ত। আশা করছি, শান্ত যেকোনো সময় রানে চলে আসবে।’

তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে পাপনের মন্তব্য, ‘দেখুন, তানজিদ তামিমের সামর্থ্য আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। তাওহীদ হৃদয়ের সামর্থ্য আছে, ওরা ভালো খেলছে। ওরা যে একেবারে খারাপ খেলছে, তা না। ওরা তো একেবারে নতুন, ওদের তো এত তাড়াতাড়ি দেওয়ারই (সুযোগ) কথা না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর