[email protected] বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১৬:৫৪

ছবি : সংগৃহীত

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চার-ছক্কার এই লড়াইকে সামনে রেখে থিম সং প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটর ‘রবি’। বিশ্বকাপের উন্মাদনা ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে এবং খেলায় ক্রিকেটারদের উদ্দীপ্ত করতেই দারুণ এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৯ মে) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ‘রবি’। সেই ভিডিওতেই গাওয়া হয়েছে থিম সংটি। এবারের থিম সংয়ের শিরোনাম ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’।

বিসিবির পেজে ট্যাগ করা সেই পোস্টে রবি লিখেছে, ‘বাজে ডঙ্কা নাই শঙ্কা, জানি পারবে তুমিও’ গানের সাথে এবার গর্জন তুলবে সারা বাংলাদেশ! বাংলার টাইগাররা মাঠ কাঁপাবে, পিচ দাপাবে, বিজয় নিশান উড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, আর বিশ্ব দেখবে টাইগারদের দাপট। কোটি কোটি ক্রিকেট ফ্যানদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালোবাসা ও শুভকামনা।

https://www.facebook.com/RobiFanz/videos/994192012319933/

বিশ্বকাপ মিশন শুরুর আগে ১ জুন ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ডি-গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। টুর্নামেন্টের পর্দা আগামী ২ জুন উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর