[email protected] বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপ জয় ম্যানইউর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৪, ১২:৫৪

ছবি : সংগৃহীত

ওয়েম্বলিতে রেড ডেভিলস সমর্থকদের আনন্দের উপলক্ষ। সঙ্গে টেন হ্যাগের শিষ্যরা অন্তত স্বস্তির নিশ্বাস ফেলার উপলক্ষ্য দিলো সারা বিশ্বের লাখো কোটি ম্যানইউ সমর্থকদের। সিটিজেনসদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে এফএ কাপের ট্রফি জয়ের উদযাপনে অন্তত লিগে বাজে পারফর্মেন্সের আক্ষেপ কিছুটা হলেও ঘুচলো।

পুরো ম্যাচে বল পজিশনে অবশ্য পিছিয়ে ছিল ম্যানইউ। ৭৫ শতাংশ বল সিটিজেনসরা দখলে রাখলেও গোলের দেখা পায়নি। প্রথমার্ধে দুই গোল সিটিজেন্সদের জালে জড়ায় ম্যানইউ। ম্যাচের ৩০তম মিনিটে সিটির ডিফেন্সের ভুলে গারনাচো গোল করে দলকে লিড এনে দেন।

এর ৯ মিনিট পর ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে মাইনোর গোলে ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতি থেকে ফিরে ম্যাচের ৮৭তম মিনিটে জেরেমি ডোকু বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান কমান। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যানসিটি শেষে আর ম্যাচে ফিরতে পারেনি। শেষে আনন্দের হাসি নিয়ে ৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩তম শিরোপা ঘরে তুললো ম্যানইউ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর