[email protected] বৃহঃস্পতিবার, ৯ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

৭০০ উইকেটের সঙ্গে ১৪ হাজার রান, সাকিবের আরেক বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৪, ১১:২৮

ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান আর রেকর্ড যেন সমার্থক শব্দ। বাংলাদেশ ক্রিকেটের এই সুপারস্টার এমন সব রেকর্ড নিজের করে রেখেছেন, যা বিশ্ব ক্রিকেটেই অলরাউন্ডারদের মধ্যে বিরল। বর্ণাঢ্য ক্যারিয়ারে সাকিবের অর্জনের মুকুটে শনিবার যোগ হলো আরেকটি পালক। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

ম্যাচে দলের ৪৬ রানের মাথায় সাকিব ফেরান যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রিস গুসকে। এই উইকেট শিকারের পর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেটের মালিক হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা এখন কাঁটায় কাঁটায় ৭০০ হয়েছে। সঙ্গে আছে ১৪ হাজারের বেশি রান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটের ডাবলের রেকর্ড আছে শুধুই সাকিবের। এখানে সবাইকে পেছনে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর