[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

অনুশীলনে ফিরলেন তামিম

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৩, ০১:৫৫

ছবি: সংগৃহীত

চোটের কারণে আসন্ন এশিয়া কাপে দর্শক হিসেবে থাকবেন কিছুদিন আগেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো তামিম ইকবাল। এদিকে ইনজুরির জন্য খেলা হচ্ছে না আসন্ন এশিয়া কাপেও। তবে চোটের সঙ্গে লড়াই করা তামিম দ্রুতই মাঠে ফিরতে যাচ্ছেন। তার প্রমাণ মিলল আজ মিরপুরে।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০টায় জাতীয় দলের অনুশীলন শুরু হয়। জানা গিয়েছিল আজ ব্যাটিং করতে পারেন তামিম ইকবাল। ফলে সাংবাদিকদের ক্যামেরার লেন্স খুঁজছিল তাকেই।

অবশেষে দীর্ঘ সময় পর দুপুর দুইটার দিকে মিরপুর স্টেডিয়ামে আসেন তামিম। মাঠে এসেই তিনি চলে যান মেডিকেল বিভাগে।
কিছুক্ষণ পরেই জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার ব্যাট-প্যাড পরে নেমে যান একাডেমি মাঠে।


বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম ও রিহ্যাব সেন্টারের প্রধান কিরন থমাস উপস্থিত ছিলেন একাডেমি মাঠে। কোনো বোলার নয়, থ্রোয়ারের বলে ব্যাট করেছেন তামিম। সেটিই পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিও এবং কিরন থমাস।

কোনো বোলার নয়, তামিম ব্যাট করেছেন থ্রোয়ারের বলে। প্রায় ১৫ মিনিট ব্যাটিং করেন সাবেক ওয়ানডে অধিনায়ক। তখন তামিমকে বেশ সময় স্বাচ্ছন্দ্যেই দেখা গেছে।

এশিয়া কাপে দর্শক হয়ে থাকলেও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম। তাই নিজের পুনর্বাসন নিয়ে কাজ করছেন এই ওপেনার।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর