[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

আম্পায়ার চিনুকে লিগ্যাল নোটিশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৩, ০০:৫৫

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনুকে লিগ্যাল নোটিশ পাঠালেন বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান।

রোববার (২০ আগস্ট) রকিবুল হাসানের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল। নোটিশের অনুলিপি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) এবং আম্পায়ারস কমিটির চেয়ারম্যানকেও পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, রকিবুল হাসান একজন স্বাধীনতা পদকপ্রাপ্ত সুধী (বাংলাদেশের সর্বোচ্চ সিভিল এওয়ার্ড)। তাকে নিয়ে ‘মানবতা আজ কোথায়’ নামের একটি পেজে ভিডিও দিয়ে একটি পোস্ট দেয়। পোস্টের হেডলাইন হলো- ‘চোর যখন নীতিবাক্য শোনায়’। ভিডিওটি সুব্রত চৌধুরী নামের এক ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কমেন্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনু। তিনি কমেন্টে বলেন, ‘দাদা, এই লোকটার উত্থানের পেছনে তোমাদের অবদানই বেশি। উনি মুক্তিযোদ্ধা কখনো ছিলেন না! অথচ মিডিয়ার কল্যাণে ৫০ বছর পর বীর মুক্তিযোদ্ধাদের নাম??? কী বিচিত্র এই দেশ! সেলুকাস....)।’


এ কমেন্টটি করা হয় গত ১৫ আগস্ট। এমন মিথ্যা ও অসৌজন্যমূলক মন্তব্যে তার (রকিবুলের) ব্যক্তি ও পেশাগত জীবনে অর্জিত সুনামের ক্ষতি করা হয়েছে। যা মিথ্যা তথ্য ও মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ বিধায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারার অপরাধ।

নোটিশে আরও বলা হয়, আপনার এ মন্তব্যটি দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং জনসমক্ষে তার (রকিবুল) কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এমন মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে। তা না হলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর