[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মর্নিং টাইমস

প্রকাশিত:
১০ মে ২০২৪, ২০:০৮

ছবি : সংগৃহীত

এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছে লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াল ও সাইফউদ্দিন। তাদের পরিবর্তে একাদশে যোগ হয়েছে সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: জয়লর্ড গাম্বি (উইকেটকিপার), ক্রেগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, সেন উইলিয়ামস, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

টস

১৭:৩০, মে ১০

সিরিজের চতুর্থ ম্যাচে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

স্বাগতম

১৭:২৫, মে ১০

সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর