[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

জাতীয় দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৬:৪২

ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এবার বাকি দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই দুই ম্যাচে টাইগার স্কোয়াডে এসেছে ৩ পরিবর্তন।

দলে ফিরেছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচের সবগুলো ম্যাচই হয়েছে চট্টগ্রামে। শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দীন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর